৫ মিনিটে করোনাভাইরাস পরীক্ষার যন্ত্র

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০২০, ০৯:৫৯ পিএম ৫ মিনিটে করোনাভাইরাস পরীক্ষার যন্ত্র
ব্রিটে জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কোভিড-১৯ দ্রুত পরীক্ষা পদ্ধতি আবিস্কারের কাজ চলছে ● বিবিসি

বিবিসির স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা রেচেল শ্রেইয়ার জানাচ্ছেন ব্রিটেনে সাউথ ওয়েলস ইউনিভার্সিটির একটি গবেষণা দল বলছে তারা করোনাভাইরাসের উপস্থিতি পরীক্ষার একটি যন্ত্র তৈরি করেছে যা আধ ঘন্টার মধ্যে পরীক্ষার ফল জানিয়ে দেবে।

এই ফল কতটা নির্ভরযোগ্য তা নিয়ে এখনও পরীক্ষার প্রয়োজন আছে। তবে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার অধীনস্থ স্বাস্থ্য বোর্ডের কর্মকর্তারা বলেছেন এই যন্ত্র যে সম্ভাবনাময় তার প্রাথমিক ইঙ্গিত দেখা যাচ্ছে।

ব্রিটেন জুড়ে যেসব বিভিন্ন প্রতিষ্ঠান করোনার জীবাণু শনাক্ত করার জন্য দ্রুত পরীক্ষা পদ্ধতি বের করার কাজ চালাচ্ছে, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস তাদের অন্যতম।

এক্সিটার ইউনিভার্সিটিও একটি পরীক্ষা পদ্ধতি বের করেছে যা দিয়ে ধরা যাবে এই মুহূর্তে কারও কোভিড-১৯ এর সংক্রমণ হয়েছে কি না, পাশাপাশি সংক্রমণ আগে হয়েছিল কি না যার ফলে কারও শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকতে পারে সেটাও ধরা যাবে। এই পদ্ধতিতে পাওয়া ফলাফল কতটা নির্ভরযোগ্য সেটাও এখন পরীক্ষাধীন রয়েছে।

এক্সিটার ইউনিভার্সিটির গবেষকরা লন্ডনে সেন্ট টমাস হাসপাতালে মানুষের ওপর তাদের উদ্ভাবিত পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে। তারা বলছে তাদের ট্রায়াল সফল হলে রোগী পাঁচ মিনিটের মধ্যে জানতে পারবে সে সংক্রমিত হয়েছে কি না। বিবিসি বাংলা।

এসএমএম

আরও সংবাদ