কোভিড-১৯

মোট শনাক্তের প্রায় ৭ শতাংশই ডাক্তার

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২০, ০৫:২০ পিএম মোট শনাক্তের প্রায় ৭ শতাংশই ডাক্তার
প্রতীকী ছবি

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন নামে একটি সংগঠনের হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৪৪০ জন ডাক্তারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সব মিলে মোট শনাক্ত রোগীর মধ্যে প্রায় ৭ শতাংশই ডাক্তার। আর মোট নার্স আক্রান্ত হয়েছেন ২৩৫ জনের মতো।

দেখা যাচ্ছে আক্রান্ত ডাক্তার-নার্সদের অধিকাংশই এমন সব হাসপাতালে কর্মরত, যেখানে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দেয়া হয় না।

বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে বহু চিকিৎসাকর্মীর আক্রান্ত হবার ঘটনা ঘটেছে এর আগে।

হৃৎরোগ ইনস্টিটিউটের পরিচালক জামালউদ্দীন বিবিসি বাংলাকে বলেন, যেগুলো কোভিড-১৯ হাসপাতাল, সেখানে জানে সবাই যে এরা কোভিড-১৯ রোগী। ফলে সেক্ষেত্রে তারা যে প্রস্তুতি নিয়ে এগোন, আমরা প্রায় একই প্রস্তুতি থাকলেও হয়তো অতটা খেয়াল করি না।

এই কারণেই নন-কোভিড হাসপাতালে এখন সংক্রমণ একটু বেশি।

এ রকম পরিস্থিতিতে কোভিড-১৯ চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালের সংখ্যা বাড়ানোর কথা বলেছেন ডক্টরস ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ।

তিনি বলছেন, এভাবে যদি চলতে থাকে তাহলে যারা নন-কোভিড রোগী, তাদের চিকিৎসাসেবা অচিরেই হুমকির মুখে পড়ে যাবে।

এসএমএম

আরও সংবাদ