গণস্বাস্থ্যের কিটের ট্রায়াল বিএসএমএমইউতে

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২০, ০৯:৫১ পিএম গণস্বাস্থ্যের কিটের ট্রায়াল বিএসএমএমইউতে
ফাইল ছবি

গণস্বাস্থ্য কেন্দ্রের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার কিটের ট্রায়াল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে করাতে চান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (২ মে) তাদের সঙ্গে বৈঠকে বসার কথাও জানিয়েছেন তিনি। সব ঠিকঠাক থাকলে মে মাসেই এটি বাজারে আনতে পারবেন বলেও আশা তার।

কম সময় ও খরচে করোনাভাইরাস পরীক্ষার র‍্যাপিড টেস্টিং কিট তৈরি হচ্ছে নানা দেশে। গণস্বাস্থ্য কেন্দ্রও উদ্ভাবন করেছে এমন একটি কিট। এবার এর কার্যকারিতা পরীক্ষার অনুমতি দিয়ে গণস্বাস্থ্যকে চিঠি পাঠিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বা আইসিডিডিআর,বিতে কিটটির কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে। সেখানকার প্রতিবেদন পেলে এর অনুমোদন দেবে বিএমআরসি। এরপরই ওষুধ প্রশাসন অধিদফতর দেবে রেজিস্ট্রেশনের অনুমতি।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, কিটটির ট্রায়াল নিয়ে শনিবারে বৈঠক হতে পারে বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে। কর্তৃপক্ষ আন্তরিক হলে এক সপ্তাহেই স্টাডি শেষ করে ওষুধ প্রশাসন অধিদফতরকে প্রতিবেদন দিতে পারবেন বলেও আশা তার।

সব প্রক্রিয়া শেষ করে কিট একমাসের মধ্যেই বাজারে আনা সম্ভব বলেও মনে করছেন ডা. জাফরুল্লাহ।

এসএমএম

আরও সংবাদ