কোভিড-১৯

শনাক্তের সংখ্যা কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২, ২০২০, ০২:৪০ পিএম শনাক্তের সংখ্যা কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

আক্রান্তের ৫৬তম দিন

............

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ৫৫২ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ শনাক্ত হয়েছে। যা শুক্রবারের (১ মে) তুলনায় ১৯ জন কম। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৯০ জনে। একই সময়ে মারা গেছে আরও ৫ জন। শুক্রবার মারা যাওয়ার সংখ্যা ছিল ২ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্য ১৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন হাসপাতাল থেকে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। শুক্রবার ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে মোট ১৭৭ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

শনিবার (২ মে) দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৯টি কেন্দ্র থেকে ৬ হাজার ১৯৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। যা গতকালের তুলনায় ৩ দশমিক ৯৪ শতাংশ বেশি। সেখান থেকে ৫ হাজার ৮২৭টি নমুনা পরীক্ষা করা হয়। যা আগের দিনের তুলনায় ৪ দশমিক ৫৬ শতাংশ বেশি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ জন মৃতের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী। তারা সবাই ঢাকায় বসবাস করতেন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেয়া হয়েছে ১৬৮ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ১৬৩২ জন।

আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫৮ জন, মোট ছাড় পেয়েছেন ১০২২ জন।

যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। তারা স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে স্বাস্থ্য অধিদফতরের পরামর্শ থাকবে, তারা যেন এখনও নিজ ঘরে থাকেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ব্রিফিংয়ে ডা. নাসিমা জানান, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যধি হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, রিজেন্ট হাসপাতাল (উত্তরা), রিজেন্ট হাসপাতাল (মিরপুর), সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল, রাজারবাগ হাসপাতাল ও লালকুঠি হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) এর চিকিৎসা দেয়া হচ্ছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশের ৬৩টি জেলায় করোনা রোগীর সন্ধান মিলেছে।

শুধু রাঙামাটি জেলাতে এখন পর্যন্ত করোনা রোগীর সন্ধান মেলেনি।

বিশ্বে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে (কোভিড-১৯) একদিনে সাড়ে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি হয়েছে প্রায় ২ লাখ ৪০ হাজার আর আক্রান্ত ছাড়ালো ৩৪ লাখে। তবে এর সংক্রমণ ও মৃতের সংখ্যার বিপরীতে সুস্থ হওয়ার সংখ্যা ১০ লাখ ৮১ হাজার।

ইউরোপে করোনার প্রকোপ কিছুটা কমলেও ধুঁকছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। মোট মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ৬৫ হাজারে। যুক্তরাজ্যে একদিনে মারা গেছে ৭৩৯ জন।

করোনায় নতুন করে ব্রাজিলে ৫০৯, স্পেনে ২৮১, ইতালিতে ২৬৯ ও ফ্রান্সে মারা গেছেন ২১৮ জন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক সিটিতে।

শহরটিতে এ পর্যন্ত ৫ শতাধিক পুলিশ করোনায় আক্রান্ত হয়েছে এবং যার মধ্যে মারা গেছেন ৩৭ পুলিশ সদস্য। তাই এ অবস্থায় চলতি মৌসুমের সব শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ।

#COVID-19 #StayAtHome #SocialDistance #FightCorona

এসএমএম

আরও সংবাদ