কোভিড-১৯

অবশেষে রাঙামাটিতেও শনাক্ত ৪ জন

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২০, ০৪:২৮ পিএম অবশেষে রাঙামাটিতেও শনাক্ত ৪ জন

রাঙামাটিতে প্রথমবারের মত ৪ জন করোনাভাইরাস (কোভিড-১৯( রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ৬৪ জেলাতেই করোনায় আক্রান্ত মিলেছে।

বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে মঙ্গলবার (৫ মে) থেকে বুধবার (৬ মে) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৭৯০ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।

গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩ জন। মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকার ২ জন ও অন্যান্য জেলার আছে ১ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দুইজনের বয়স ষাটোর্ধ্ব এবং একজনের বয়স ৪১ থেকে ৫০ এর মধ্যে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৮৬ জনের। এ পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১১ হাজার ৭১৯।

এসএমএম

আরও সংবাদ