গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বিএসএমএমইউ কর্তৃপক্ষকে সোমবার (১১ মে) ‘জিআর র্যাপিড ডট ব্লাট’ কিট সরবরাহ করা হবে।
রোববার (১০ মে) এ তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
নিজেদের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্ত কিটের নিজস্ব ক্লিনিক্যাল ট্রায়ল শুরু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। সম্পূর্ণ বিনা খরচে এই পরীক্ষা করা হবে।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, যেসব বয়স্ক রোগী কোথাও করোনার পরীক্ষা করাতে পারছেন না, এসব রোগীকে সাহায্য করার জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের আওতায় এ পরীক্ষা করা হচ্ছে। তবে এ পরীক্ষা করার জন্য সরকারের অনুমতি নাই বলেও জানান তিনি।
এসএমএম