২০১৯ সালের নির্বাচনে লড়বেন না সুষমা স্বরাজ 

জাগরণ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৮, ০৫:৩৫ পিএম ২০১৯ সালের নির্বাচনে লড়বেন না সুষমা স্বরাজ 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ স্বাস্থ্যগত কারণে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। মঙ্গলবার (২০ নভেম্বর) মধ্যপ্রদেশের ইন্দোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সুষমা স্বরাজ বলেন, দল যেটাই  সিদ্ধান্ত নিক; তবে আমি পরবর্তী নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে আমার মন স্থির করে ফেলেছি।

৬৬ বছর বয়সী এই নেত্রী বলেন, তিনি তার নির্বাচন না করার বিষয়টি দলকে অবগত করেছেন।

তবে বিজেপি সূত্র জানায়, রাজ্যসভার মাধ্যমে দল সুষমা স্বরাজকে পার্লামেন্টারি রাজনীতিতে ফিরিয়ে আনতে পারে। তিনি একজন ভালো বক্তা এবং সহজভাবে সত্যি কথা বলতে জানেন। 

অপর এক সূত্র সুষমা স্বরাজের পরিবারের বরাতে জানায়, স্বাস্থ্যগত কারণেই তিনি লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এ পর্যন্ত তিনি ১১টি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার এ সিদ্ধান্তের পেছনে কোন রাজনৈতিক কারণ নেই।

কিন্তু এরপরও প্রশ্ন উঠছে, আদভানি ঘনিষ্ঠ সুষমার সরে দাঁড়ানোর পিছনে শারীরিক কারণটা আসল কারণ নয়। মোদির বেশ কিছু কাজে সুষমা নিজেই বিরক্ত বলে আর লোকসভায় প্রার্থী হতে চাইছেন না।

পরবর্তী নির্বাচনে নরেন্দ্র মোদির সরকার ফের ক্ষমতায় আসবে ধারণা করা হলেও আসলে বাস্তবতা বেশ কঠিন বলেই সুষমার ধারণা। সেজন্যই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন কি না? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতের রাজনৈতিক মহলে।

সূত্র:এনডিটিভি, হিন্দুস্তান টাইমস
এনএ