নেপালে রাস্তা থেকে পাহাড়ি ঢালে জিপ, নিহত ৯

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০১৯, ০৯:০৬ পিএম নেপালে রাস্তা থেকে পাহাড়ি ঢালে জিপ, নিহত ৯

 

নেপালের বাঝাং জেলায় একটি যাত্রীবাহী জিপ সড়ক থেকে ছিটকে গেলে দুর্ঘটনা ঘটে যাতে কমপক্ষে নয়জন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়। বাঝাংয়ের সহকারী জেলা প্রধান রাম বাহাদুর সারকি জানায়, সোমবার (১৭জুন) বিকালে ঘটা দুর্ঘটনা স্থল থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে।

পাহাড়ি দেশ নেপালের সড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ।  সারকি বলেন, 'আমরা এখন গুরুতর আহতদের চিকিৎসা করার জন্য কাঠমান্ডু ভিত্তিক হাসপাতালগুলিতে বিমানযোগে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি'।

কর্মকর্তারা জানায়, নেপালের রাজধানী কাঠমুন্ডু থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত সড়কে একটি জিপ রাস্তা থেকে ছিটকে পাহাড়ি ঢালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় পুলিশ একটি তদন্ত চালু করবে বলে জানায়।

এসজেড