মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী রাজ্য লুইজিয়ানার দিকে ধেয়ে যাচ্ছে মৌসুমি ঝড় 'ব্যারি'। শনিবার (১৩ জুলাই) স্থানীয় সময় সকালে শক্তিশালী এই ঝড়টি তৃতীয় মাত্রার হ্যারিকেনের শক্তি নিয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করছে মার্কিন আবহাওয়া অধিদপ্তর। এতে বিভিন্ন উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে ব্যাপক বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা তাদের।
এ দিকে আসন্ন ঝড়ের তীব্রতায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে রাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে ট্রাম্প প্রশাসন। যার অংশ হিসেবে উপকূলীয় অঞ্চল থেকে অন্তত ১০ হাজারের অধিক লোককে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়েছে উদ্ধারকর্মীরা। তাছাড়া সার্বিক পরিস্থিতির তদারকি করছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি।
অপর দিকে উপকূলবাসীদের সতর্ক করে আবহাওয়াবিদরা বলছেন, শনিবার প্রথম প্রহরে লুইজিয়ানা আঘাত হানতে যাচ্ছে 'ব্যারি' নামে শক্তিশালী এই হারিকেন। এতে প্রবল বর্ষণের ফলে অঞ্চলটিতে তৈরি হবে ব্যাপক বন্যা পরিস্থিতি। এরইমধ্যে সেখানে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হওয়ায় উপকূলের বিভিন্ন এলাকায় জমতে শুরু করেছে পানি।
ন্যাশনাল হারিকেন সেন্টারের পরিচালক কেন গ্রাহাম বলেন, 'ঝড়ের প্রভাবে লুইজিয়ানার নিউ অরলিন্স শহরে ঢেউ ও ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ধীরগতিতে অতিবাহিত হওয়া ঝড় থেকে সৃষ্ট বন্যার ক্ষেত্রে ঝুঁকি বেশি। ধারণা করা হচ্ছে এবার ৬৩ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে।'
মার্কিন আবহাওয়া অধিদপ্তরের মতে, চলতি মৌসুমে আঘাত হানা দ্বিতীয় সামুদ্রিক ঝড় এই 'ব্যারি'। লুইজিয়ানার ওপর দিয়ে বয়ে যাওয়া মিসিসিপি নদীর পানি বিপদ সীমার কাছাকাছি চলে এসেছে। যে কারণে নদীটির পানি খুব শিগগিরই ২০ ফুট বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা ১৯৫০ সালের পর সর্বোচ্চ।
এসকে