আসামে এনআরসি প্রকাশের সময় বৃদ্ধি করল আদালত

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০১৯, ০৮:২৩ এএম আসামে এনআরসি প্রকাশের সময় বৃদ্ধি করল আদালত

 

ভারতের আসাম রাজ্যে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) তালিকা প্রকাশের সময়সীমা এক মাস বাড়িয়ে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। প্রথমে এই তালিকা ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশের নির্দেশ দেওয়া হলেও মঙ্গলবার (২৩ জুলাই) এ সংক্রান্ত এক শুনানিতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি আর এফ নরিম্যানের সমন্বিত বেঞ্চ তা বাতিল করে সময়সীমা একমাস বৃদ্ধি করে। অর্থাৎ আগামী ৩১ আগস্টের মধ্যে নাগরিক তালিকা প্রকাশ করতে হবে।

এছাড়াও এসব জেলায় এনআরসিতে ওঠা অন্তত ২০ শতাংশের নাম পুনঃযাচাই করতে আসাম সরকারের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

আসামে এনআরসি তালিকা প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৫১ সালে। ১৯৫১ সালে হওয়া তালিকার হালনাগাদ করে নতুন তালিকা প্রকাশ করা হয়েছিল ২০১৭ সালের ৩১ ডিসেম্বর। সে তালিকায় আবেদন করা ৩.২৯ কোটি নামের মধ্যে বাদ পড়ে ১.৯ কোটি নাম। কারণ এই তালিকায় নাম থাকতে হলে অবশ্যই সেই নাগরিককে প্রমাণ করতে হবে তিনি ২৪ মার্চ, ১৯৭১ সালের পূর্বে ভারতে এসেছিলেন।

এরপর এই তালিকা পুনরায় বিশ্লেষণ করে প্রকাশের তারিখ ঠিক করা হয় ৩১ জুলাই। তবে এই সময়ের মধ্যে কাজ শেষ হবে না বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তখনই তিনি জানিয়েছিলেন, নির্ভুল তালিকা তৈরি করতে চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে।  

আসামের ভয়াবহ বন্যার কারণ দেখিয়ে এনআরসির রাজ্য কো অর্ডিনেটর প্রতীক হাজেলা সময় বৃদ্ধির আবেদন করেন। এরপর শুক্রবার (১৯ জুলাই) ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সে আবেদন জানানো হয়। এর প্রেক্ষিতেই সময় বাড়ানো হয়েছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসজেড