পরমাণু বিষয়ে ২০১৫ সালে শক্তিধর রাষ্ট্র এবং ইরানের মধ্যে হওয়া পরমাণু চুক্তি থেকে পুরোপুরি বেড়িয়ে আসার হুমকি দিয়েছে ইরান। শুক্রবার (২ আগস্ট) রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এমন বিবৃতি দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে দেশটির পার্লামেন্টারি নিউজ এজেন্সি (আইসিএএনএ)। 'আরব নিউজ'
২০১৫ সালে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, চীন, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে পরমাণু বিষয়ে চুক্তি হয় ইরানের। কিন্তু ২০১৮ সালে এই চুক্তি থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র এবং ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন নিষেধাজ্ঞা থেকে রক্ষা পেতে বিকল্প সমাধানের পথ তৈরি করতে বাকি সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়ে বার বার আসছিল ইরান। গোলটেবিলে পরমাণু চুক্তি নিয়ে ইরানের পক্ষে বিবৃতি দিলেও বাস্তবে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি চুক্তিতে স্বাক্ষর করা অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো।
ওই বিবৃতিতে জাভেদ জারিফ বলেন, বিকল্প কোনো সমাধান না হলে বর্তমান অবস্থায় আমাদের তৃতীয় দফায় চুক্তি ভঙ্গ বাস্তবায়ন করতে হবে।
গত মাসে ইরান পারমাণবিক চুক্তি থেকে দূরে সরে যাওয়ার পরে নিষ্ক্রিয় সেন্ট্রিফুগাল পুনরায় চালু করার এবং ইউরেনিয়াম সমৃদ্ধিকে ২০ শতাংশ বিশুদ্ধকরণের হুমকি দিয়েছে। ওই সময়ই ইরানের কর্মকর্তারা জানিয়েছিল যদি চুক্তির সদস্য রাষ্ট্র চুক্তির শর্ত অনুযায়ী পদক্ষেপ না নেয় তবে পরমাণু বিষয়ে বিকল্প চিন্তা করবে ইরান।
গত বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের ওপর নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার পরেই এমন ঘোষণা দিল ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী।
এসকে