ভারতের রাজধানী নয়া দিল্লির দক্ষিণ-পূর্ব এলাকার জাকির নগরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৬ জন নিহত ও আরও কমপক্ষে ১৬ জন আহত হইয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার (৬ আগস্ট) উদ্ধার কর্মকর্তাদের বরাতে ভারতীয় বার্তা সংস্থা বিজনেস টুডে জানায়, সোমবার (৫ আগস্ট) স্থানীয় সময় গভীর রাতে সংঘটিত এই অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে পুলিশ কর্মকর্তারা দুর্ঘটনার প্রকৃত কারণ ও সকল হতাহতের পরিচয় সনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ দিকে উদ্ধারকারী দলের একজন মুখপাত্র বলেন, 'অগ্নিকাণ্ডের শিকার ভবনটি থেকে এরই মধ্যে ২০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আগুন নেভাতে দমকল বাহিনীর মোট ৮টি ইউনিট কাজ করে যাচ্ছে।'
অপর দিকে আহতদের চিকিৎসার জন্য শহরটির হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটির চিফ মেডিকেল অফিসার (সিএমও) মালা বার্তা সংস্থা এএনআই'কে বলেন, আহতদের মধ্যে শিশুসহ মোট পাঁচজন হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছেন। তাছাড়া গুরুতর একজনকে আইসিইউতে পাঠানো হয়েছে।
চিকিৎসক আরও বলেন, বাকিদের ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হতাহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এতে মৃতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসকে