মোদীর সান্নিধ্যে কলকাতার সাবেক মেয়র

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৯, ০১:৫৫ পিএম মোদীর সান্নিধ্যে কলকাতার সাবেক মেয়র
কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়- ছবি: এনডিটিভি

তৃণমূল কংগ্রেস ছেড়ে এবার বিজেপিতে যোগ দিলেন কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়। সপ্তদশ লোক সভা নির্বাচনে পশ্চিম বঙ্গে গেরুয়া শিবিরের উত্থানের পর মমতার সঙ্গ ছেড়ে মোদীর শিবিরে যোগ দিয়েছেন অনেকেই। এবার সেই একই পথে পা বাড়ালেন তৃণমূলের আরেক শক্তিশালী নেতা শোভন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতীয় বার্তা সংস্থা নিউজ ১৮ প্রকাশিত সংবাদে জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধা শোভন ও তৃণমূলের অধ্যাপক এবং সংগঠনের সাধারণ সম্পাদক বৈশাখী বন্দ্যোপাধ্যায় বুধবার (১৪ আগস্ট) বিকেলে বিজেপিতে যোগ দেন। এসময় তাদের পদ্মশিবিরে অভ্যর্থনা জানান মুকুল রায়। বিজেপির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদা সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই দলবদলের ঘোষণা দেওয়া হয়। 

আসছে কলকাতা পৌরসভার ভোটের আগেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়। গত মঙ্গলবার বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শোভন দিল্লির উদ্দেশে রওনা দেন। দিল্লি পৌঁছে বিজেপির সদর দপ্তরে দীনদয়াল উপাধ্যায় মার্গে যান শোভন ও বৈশাখী। বিজেপি কার্যালয়েই তারা আনুষ্ঠানিকভাবে দলবদল করেন।

সাংবাদিক সম্মেলনে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলকে প্রশ্ন করে বলেন, 'পঞ্চায়েত ভোটের সময় প্রশ্ন তুলেছিলাম, কেন বিরোধীরা মনোনয়ন দিতে পারছেন না? নরেন্দ্র মোদির নেতৃত্বে শুধু বিজেপিই নয়, দেশও শক্তিশালী হচ্ছে। 

বিগত কয়েক বছর থেকেই তৃণমূলের সঙ্গে বনিবনা হচ্ছিল না শোভন চট্টোপাধ্যায়ের। গত বছর শেষের দিকে, তিনি মন্ত্রিত্ব ও কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেন। এতে জল্পনা আরও বাড়ে। তৃণমূল অবশ্য একাধিকবার শোভনের সঙ্গে আলোচনা করে মীমাংসা করা করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়েছে।

এসকে