ভারতের মাওবাদী নির্মূলের ঘোষণা দিলেন অমিত শাহ

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৭, ২০১৯, ০১:৪১ পিএম ভারতের মাওবাদী নির্মূলের ঘোষণা দিলেন অমিত শাহ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি‍‍`র সভাপতি অমিত শাহ- ফাইল ফটো

ভারতে মাওবাদী জঙ্গিদের হামলা বন্ধে দেশটির দশ রাজ্যের মুখ্যমন্ত্রী ও সরকারি আমলাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপি সভাপতি অমিত শাহ। 

মঙ্গলবার (২৭ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, রাজধানী নয়া দিল্লিতে অনুষ্ঠিত সেই বৈঠকে অমিত শাহ আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে মাওবাদী সমস্যামুক্ত করার ঘোষণা দেন।

অমিত শাহের এই ঘোষণার প্রেক্ষিতে দেশটির বিশ্লেষকদের অভিমত, চলমান কাশ্মীর সঙ্কট নিরসনের আগেই মাওবাদী সমস্যা মেটাতে তৎপর হয়ে উঠল দেশটির কেন্দ্রীয় সরকার। মূলত এর অংশ হিসেবেই মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই বৈঠক করেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০১০ সালে সমগ্র ভারতের মোট ৯৬টি জেলায় এই মাওবাদীদের উপদ্রব ছিল। যদিও ২০১৮ সালে এসে সেই মাত্রা অনেকটাই কমে দাঁড়িয়েছে। আর বর্তমানে এর সংখ্যা মাত্র ৬০টিতে নেমে এসেছে।

কলকাতাভিত্তিক গণমাধ্যম 'আনন্দবাজার' জানায়, এক দিকে নিয়মিত বিরতিতে নিরাপত্তা বাহিনীর অভিযান পরিচালনা; আর অপর দিকে উন্নয়নের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতের সঙ্গে যুক্ত করার উপর বৈঠকে জোরারোপ করেন মন্ত্রণালয় কর্মকর্তারা। যেখানে মাওবাদীদের দমনে বাহিনীর অপ্রতুলতা কমাতে ৬৬ নম্বর ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ন (আইআরবি) গঠনের ওপরও জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৈঠক সূত্রের বরাতে গণমাধ্যমগুলোর দাবি, এবারের বৈঠকে মাওবাদীদের অর্থ সংগ্রহের উৎস বন্ধের ওপরও জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার মতে, 'মাওবাদীদের অর্থের উৎসগুলো ফুরিয়ে যেতে শুরু হলে খুব শিগগিরই সকল ক্ষেত্রেই তাদের সমস্যার মুখে পড়তে হবে। তাছাড়া আমাদের এখন আধুনিক যোগাযোগ ব্যবস্থা, সড়ক, স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রের মতো উন্নয়নমূলক পরিকাঠামোর দিকে নজর দিতে হবে।'

অমিত শাহ বলেন, 'কেবল উন্নয়নের আঁচ পেলেই সাধারণ মানুষ মাওবাদীদের সঙ্গ ত্যাগ করবেন। অবশ্যই আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের তা করে দেখাতে হবে।'

অপর দিকে বৈঠকে দশ রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকা হলেও এতে যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। যেখানে মমতার পরিবর্তে রাজ্যটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়সহ প্রমুখ।

এসকে