ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ও সালাহউদ্দিন প্রদেশের মার্কিন বিমানঘাঁটিতে একযোগে ৫টি রকেট হামলা চালানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ হামলার কথা জানিয়েছে ইরাকের সামরিক বাহিনী। এমন তথ্যই পাওয়া গেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা ডয়েচ ভেলে প্রকাশিত এক প্রতিবেদনে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরাকের বাগদাদ শহরে অবস্থিত মার্কিন দূতাবাসের খুব কাছে একযোগে দুটি রকেট আছড়ে পড়ে। এদিকে প্রায় একই সময় বাগদাদের উত্তরে সালাহউদ্দিন প্রদেশে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর বালাদ বিমানঘাঁটিতে একযোগে আঘাত হানে অপর তিনটি রকেট। তবে এ হামলায় কেউ নিহত না হলেও অন্তত ৫ জন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাগদাদ বিমানবন্দরে এক পরিকল্পিত মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার একদিন পরই এ হামলা ঘটনা ঘটলো। তবে কে বা কারা এসব হামলা চালিয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এসকে