১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর এবার করোনা যুদ্ধ জয়ে বাংলাদেশের পাশে এসে দাড়ালো মিত্র রাষ্ট্র ভারত। প্রাথমিক অবস্থায় করোনা প্রতিরোধে যে ‘হাইড্রোকুইনন’-এর কথা বলা হচ্ছে, তার যোগান নিয়েই বন্ধু বাংলাদেশের প্রতি এই মিত্রতার হাত প্রসারিত করছে দেশটি।
এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রতিষেধক আবিষ্কার হয়নি। তবে এনিয়ে রাতদিন গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। সাফল্যের দেখা এখনও মেলেনি। কতদিন নাগাদ এই ওষুধ পাওয়া যাবে, তা-ও বলতে পারছেন না গবেষকরা।
তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ‘হাইড্রোকুইনন’ নামে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় বিশেষ কার্যকর হচ্ছে। আর হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধের সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ বর্তমানে ভারত।
ইতোমধ্যেই এই ওষুধের জন্য ৩০টি বেশি দেশ ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। এরপরেই বাংলাদেশসহ ১৩টি দেশের তালিকা তৈরি করেছে ভারত। এরই অংশ হিসেবে ভারত বাংলাদেশকে ২০ লাখ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট দেবে বলে জানা গেছে।
এসকে