মৃত্যুসংখ্যার নিরিখে এবার চীনকে ছাপিয়ে গেল ইরানও।
রোববার (১২ এপ্রিল) সেখানে ১৬৬ জন কোভিড-১৯ এ আক্রান্তের মৃত্যু হয়েছে। তাতে সে দেশে মোট মৃত্যুসংখ্যা গিয়ে ঠেকেছে ৪ হাজার ৪৭৪-এ। এখনও পর্যন্ত সেখানে ৭১ হাজার ৬৮৬ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) আমেরিকায় মৃত্যুসংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছিল। এদিন সেখানে আরও ৪৭৩ জন প্রাণ হারিয়েছেন। তাতে বিকাল ৪টা পর্যন্ত আমেরিকায় মৃত্যুসংখ্যা গিয়ে ঠেকেছে ২০ হাজার ৬০৮-এ। আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ৬।
গত ২৪ ঘণ্টায় স্পেনে ৬১৯ জন করোনা আক্রান্ত প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। গত তিন দিনে যা সর্বোচ্চ। এখনও পর্যন্ত সে দেশে ১৬ হাজার ৯৭২ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ১৯।
ইতালিতে এখনও পর্যন্ত করোনার প্রকোপে ১৯ হাজার ৫৬৮ জন প্রাণ হারিয়েছেন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ২৭১ জন। তবে আগের তুলনায় পরিস্থিতি খানিকটা হলেও শুধরেছে সেখানে।
ব্রিটেনেও মৃত্যুসংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। এখনও পর্যন্ত ৯ হাজার ৮৯২ জন প্রাণ হারিয়েছেন সেখানে। আক্রান্তের সংখ্যাও ৮০ হাজার ছুঁইছুঁই।
ফ্রান্সে এখনও পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১৩ হাজার ৮৫১ জন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৭৩০।
তবে মাঝে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে এলেও গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা থাবা বসিয়েছে চীনে। সেখানে একদিনে প্রায় ১০০ জন প্রাণ হারিয়েছেন। নতুন করে আক্রান্তও হয়েছেন শতাধিক।
এসএমএম