কোভিড-১৯

গুগলে ভালো খবরের সন্ধান বেড়েছে পাঁচগুণ

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২০, ০১:৫২ পিএম গুগলে ভালো খবরের সন্ধান বেড়েছে পাঁচগুণ
পত্রিকায় পড়ছেন এক পাঠক ● এএফপি/ডয়েচেভেলে

সারা বিশ্বে এখন কোভিড-১৯ পরিস্থিতির বাইরে তেমন কোনও খবরই নেই৷ ফলে রোগ, রোগী, মৃত্যু, লকডাউন ইত্যাদিতে সদমাধ্যম সয়লাব৷ কিন্ত সবাই আর এসব দেখতে, শুনতে বা পড়তে চায় না৷

‘ভালো খবর’-এর চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে৷

এ বছরের শুরুর তুলনায় গুগলে ভালো খবরের সন্ধান পাঁচগুণ বেড়েছে৷ গত এক মাসে গুড নিউজ নেটওয়ার্কের অনুসারী তিনগুণ বেড়ে এক কোটি ছাড়িয়েছে৷ একই সময়ে সিএনএন-এর নিউজলেটার ‘দ্য গুড স্টাফ’-এর সাবস্ক্রাইবারও বেড়েছে ৫০ ভাগ৷

গুড নিউজ নেটওযার্কের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক গেরি ওয়াইস-কর্বলে জানান, অনেকে তাদের কাছে নিজের চারপাশে ঘটে যাওয়া ইতিবাচক এবং উদ্দীপনা জাগানোর মতো ঘটনার লিঙ্ক পাঠাচ্ছেন৷ 

ভালো খবর, অর্থাৎ মন ভালো করে দেয়ার মতো খবরের প্রতি আগ্রহ বাড়তে দেখে গার্ডিয়ান, ফক্স নিউজ, হাফিংটনপোস্ট এবং এমএসএন-ও এমন খবর বাড়ানোর বিশেষ উদ্যোগ নিয়েছে৷

অভিনেতা জন ক্রাসিনস্কি সবার ভালো খবরের চাহিদা মেটাতে ‘সাম গুড নিউজ’ নামের একটা ইউটিউব চ্যানেল খুলেছেন৷ তাতে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইরত চিকিৎসক, নার্স এবং অন্য পেশাজীবীদের ভালো খবরগুলো প্রাধান্য পাচ্ছে৷ এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ক্রাসিনস্কির ইউটিউব চ্যানেল৷ প্রথম পর্বটি দেখা হয়েছিল ১৫ লাখ বার৷ তারপর থেকে দর্শকের সংখ্য্যা বেড়েই চলেছে৷ ডয়েচেভেলে।

এসএমএম

আরও সংবাদ