কোভিড-১৯

গণনায় ভুল স্বীকার চীনের, উহানে মৃতের সংখ্যা বাড়ল ৫০ শতাংশ

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২০, ০২:২৭ পিএম গণনায় ভুল স্বীকার চীনের,  উহানে মৃতের সংখ্যা বাড়ল ৫০ শতাংশ
করোনা সংক্রমণ রুখতে তৎপর উহানের স্বাস্থ্যকর্মীরা ● এএফপি (আনন্দবাজার)

গণনায় ভুল হয়েছিল। স্বীকার করে নিল চীনের উহান প্রদেশের প্রশাসন। জানাল, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে চীনের উহানে যত জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল, আদত সংখ্যাটা তারচেয়ে ৫০ শতাংশ বেশি। ফলে করোনা সংক্রমণে উহানে মৃতের সংখ্যা বাড়ল আরও ১ হাজার ২৯০। হলো ৩ হাজার ৮৬৯।

সোশ্যাল মিডিয়ায় শুক্রবার (১৭ এপ্রিল) একটি পোস্টে উহান প্রশাসনের তরফে গণনায় ভুল স্বীকার করে ওই প্রদেশে মৃতের আদত সংখ্যা জানানো হয়েছে।

উহানে মৃতের সংখ্যা বাড়ার জন্য করোনা সংক্রমণে চীনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৬৩২। বৃদ্ধি ঘটল ৩৯ শতাংশ। বেইজিংয়ের তরফে এ দিন এক সরকারি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

চীনের উহান থেকেই কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়েছে কি না, তা নিয়ে গোড়া থেকেই সংশয় প্রকাশ করেছে পশ্চিমী দুনিয়া। উহানে মৃতের সংখ্যা নিয়ে সরকারি বিবৃতিও মেনে নিতে পারেনি অনেক দেশ। অভিযোগ ছিল, করোনা সংক্রমণে উহানে আরও বহু মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু সেই সংখ্যাটা গোপন করা হচ্ছে। আনন্দবাজার।

এসএমএম

আরও সংবাদ