অস্ত্রোপচারের পর অসুস্থ কিম জং উনের পাশে দাঁড়াল চীন।
উত্তর কোরিয়ার স্বৈরাচারী নেতার শারীরিক পরিস্থিতি নিয়ে পরামর্শে এবার পিয়ংইয়ংয়ে বিশেষজ্ঞ দল পাঠাল বেইজিং।
দু’সপ্তাহ আগে অস্ত্রোপচার হয় কিম জং উনের। তার পর থেকেই মধ্য তিরিশের নেতার শরীর ভালো যাচ্ছে না বলে খবর প্রকাশ। এর মধ্যেই দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের তরফে জানানো হয়, সঙ্কটজনক অবস্থায় রয়েছেন কিম জং উন। আর এমতাবস্থায় এবার কিমের সাহায্যে এগিয়ে এল চীন।
উত্তর কোরিয়ার শাসকের অসুস্থতার খবরের মধ্যেই চীনের চিকিৎসক ও কর্মকর্তাদের সফরের খবর দিয়েছে রয়টার্স। তাদের প্রকাশিত খবরের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এই সময় জানায়, সফরের গুরুত্ব ঠিক কী, তা এখনও জানা যায়নি তবে বৃহস্পতিবারই পিয়ংইয়ংয়ের উদ্দেশে রওনা দিয়েছে দু’জন চিকিৎসকসহ চীনা প্রতিনিধি দল।
অত্যধিক ধূমপান, স্থূলতা সহ বেশ কিছু সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিম জং উন। তার ওপর ছিল মাত্রাতিরিক্ত কাজের চাপ। এর জেরেই হৃৎযন্ত্রে অস্ত্রোপচার এবং তারপর থেকেই গুরুতর অসুস্থ কিম জং উন।
এসএমএম