ইতালিতে শিথিল হচ্ছে লকডাউন

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২০, ১০:৫০ এএম ইতালিতে শিথিল হচ্ছে লকডাউন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ইতালিতে মৃত্যু হার কমতে থাকায় আগামী ৪ঠা মে থেকে লকডাউন শিথিল করতে যাচ্ছে দেশটি।  

লকডাউন শিথিল হওয়ার ফলে মহামারি করোনা ভাইরাসে ইউরোপে সবার আগে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ইতালিতে। সবার আগে লকডাউনও জারি করেছিল দেশটিতে।

গত কয়েকদিনে করোনার প্রকোপ কমে আসায় মে মাসের প্রথম দিকে প্রস্তুতকারক ও নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে। তবে প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। লকডাউন শিথিল হলে মাস্ক পরে আত্নীয়-স্বজনদের বাড়িতে যেতে পারবেন ইতালীয়রা। সেই সঙ্গে পার্ক গুলোও খুলে দেয়া হবে।

করোনা ঝুঁকি পুরোপুরি কেটে গেলে সেপ্টেম্বরে খুলতে পারে স্কুলগুলো। আপাতত ভার্চুয়াল ব্যবস্থায় শিক্ষা কার্যকম চলবে।

জেডএইচ/এসকে