কোভিড-১৯

ভারতে নিষিদ্ধ চীনা কিট

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২০, ০৯:২৩ পিএম ভারতে নিষিদ্ধ চীনা কিট
প্রতীকী ছবি

ঠিকমত কাজ না করায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের জন্য চীনের দু’টি প্রতিষ্ঠানের কাছ থেকে আনা র‌্যাপিড টেস্টিং কিটের ব্যবহার বন্ধের পাশাপাশি তার ক্রয় আদেশও বাতিল করেছে ভারত সরকার।

বিশ্বব্যাপী চীনের তৈরি করোনাভাইরাস টেস্টের কিট নিয়ে জন্ম নেয়া বিতর্কের মধ্যেই সোমবার (২৭ এপ্রিল) এমন সিদ্ধান্ত জানালো ভারত।

করোনাভাইরাস পরীক্ষায় চীনা প্রতিষ্ঠান গুয়াংঝাউ ওন্ডফো বায়োটেক এবং ঝুয়াই লিভজোন ডায়াগোনস্টিকের তৈরি কিটকে “কাজের অযোগ্য” বলে জানায় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। এরপরই সরকার এমন সিদ্ধান্ত জানিয়ে দেয়।

এরই মধ্যে এই দুই চীনা প্রতিষ্ঠানের তৈরি কিট ব্যবহার না করার জন্য রাজ্য ও হাসপাতালগুলোকে জানিয়েছে দিয়েছে কেন্দ্র সরকার।

 

চলতি মাসে ৫ লাখ র‌্যাপিড টেস্টিং কিট এবং অ্যান্টি বডি আরএনএ এক্সট্রাকশন কিট হাতে পায় ভারত। দেশের বিভিন্ন প্রান্তে তা বিলিও করা হয়।

সেই সময় আইসিএমআর সুপারিশ করে, হটস্পট এলাকাগুলোর প্রত্যেক নাগরিককে পরীক্ষা করতে হবে। নিয়মিত আরটি পিসিআর কিটে ধীর গতির হওয়ায় ফাস্ট ট্র্যাক কিট ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে স্পেন ও ইতালিসহ কয়েকটি দেশ চীনা টেস্টিং কিট ত্রুটিপূর্ণ বলে অভিযোগ এনে তার ব্যবহার নিষিদ্ধ করে।

এসএমএম

আরও সংবাদ