ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এবার করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবিসি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের একটি ভিডিও মিটিং সম্প্রচার করে সরকারি রসিয়া-২৪ টেলিভিশন। সেখানেই মিশুস্তিন জানান, তিনি করোনা আক্রান্ত।
দেশটিতে নতুন করে ৭ হাজার ৯৯ জনসহ মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
মিশুস্তিন গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান এবং এই মহামারি মোকাবেলায় বেশ সক্রিয় ছিলেন।
ভিডিওতে পুতিনকে প্রথম উপপ্রধানমন্ত্রী আন্দ্রে বেলুসভকে তার স্থলাভিষিক্ত করার পরামর্শ দেন মিশুস্তিন। এতে রাজি হন পুতিন।
মিশুস্তিনকে পুতিন বলেন, তোমার যা হয়েছে তা অন্য যে কারও হতে পারে এবং আমি সব সময়ই এই কথা বলে আসছি। তুমি খুবই সক্রিয়। এখন পর্যন্ত যে কাজ হয়েছে তার জন্য তোমাকে ধন্যবাদ দিতে চাই।
এসএমএম