হুবেই প্রদেশেই গত বছরের ডিসেম্বরে প্রথম ধরা পড়ে করোনাভাইরাস (কোভিড-১৯)। সেখানে ৩২দিন কোনও মানুষ নতুন করে শনাক্ত হয়নি।
চীন ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার যে চেষ্টা করছে সেখানে এই তথ্য একটা বাড়তি প্রণোদনা যোগাবে। পুরো দেশে শেষ আপডেট অনুযায়ী মাত্র দুইজন নতুন রোগী শনাক্ত হয়েছে।
যদিও চীনের ঘোষণা করা সংখ্যার ওপর অনেকেই সন্দেহ প্রকাশ করছে এখন। অনেকে আবার চীন যেভাবে এই মহামারি সামলিয়েছে সেই প্রক্রিয়ায় অসন্তুষ্ট, কিন্তু এখন যে সংখ্যা দেখা যাচ্ছে তাতে করে বলাই যায় চীন বেশ ভালোভাবে সামলে নিচ্ছে নিজেদের দেশের পরিস্থিতি। বিবিসি।
এসএমএম