তিন কাশ্মীরি সাংবাদিকের হাতে পুলিৎজার

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২০, ০৪:৫২ পিএম তিন কাশ্মীরি সাংবাদিকের হাতে পুলিৎজার

ভারতের কাশ্মীরের মানুষের বন্দিদশার ছবি তুলে পুলিৎজার পেয়েছেন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তিন কাশ্মীরি  চিত্রসাংবাদিক।

২০২০ সালের পুলিৎজার পাওয়া ওই তিন সাংবাদিক হলেন- দার ইয়াসিন, মুখতার খান ও চান্নি আনন্দ।

সাংবাদিকতার নোবেল পুরস্কার খ্যাত পুলিৎসার পুরস্কার কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

পুলিৎজার কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আড়ালে থেকে কাশ্মীরে সামরিক অভিযান ও প্রাত্যহিক জীবনের ছবি তুলেছেন ওই তিন জন। তাদের এ কাজের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হয়েছে।

ওই তিন সাংবাদিক এ পুরস্কার পাওয়ায় দেশটির বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।

ভারতের এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কাশ্মীরের রাজনীতিবিদ ওমর আবদুল্লাহ তিন ফটোসাংবাদিককে অভিনন্দন জানিয়েছেন।

এসএমএম

আরও সংবাদ