কোভিড-১৯

দোকান খুলে দিচ্ছে জার্মানি, শুরু হচ্ছে ফুটবল লীগও

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২০, ০৯:৫১ পিএম দোকান খুলে দিচ্ছে জার্মানি, শুরু হচ্ছে ফুটবল লীগও
বার্লিনে চুল কাটার দোকান খুলে দেয়া হয়েছে ● বিবিসি

জার্মানির ১৬টি প্রাদেশিক সরকারের সাথে ভিডিওতে এক পরামর্শ সভার পর চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল সব ধরনের দোকানপাট খুলতে রাজি হয়েছেন। তবে সামাজিক দূরত্ব বজার রাখার শর্ত আরও মাসখানেক বলবৎ থাকবে।

বড় জোর দু’টা পরিবার এখন থেকে সামনা-সামনি দেখা করতে পারবে, একসাথে খেতে পারবে।

স্কুলও পর্যায়ক্রমে খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এমনকি ফুটবল লীগ বুনদেসলীগাও শুরু করার অনুমতি দেয়া হতে পারে।

তবে কোন রাজ্যে কখন দোকান-বাজার খোলা হবে, সেই সিদ্ধান্ত রাজ্য সরকারগুলোর ওপর ছেড়ে দেয়া হয়েছে।

জার্মানিতে  এরই মধ্যে লকডাউন শিথিল হতে শুরু করেছে। এখন তার মাত্রা বাড়বে।

জার্মানিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সাত হাজারেরও নিচে, যে সংখ্যা পশ্চিম ইউরোপের অন্যান্য দেশগুলোর চেয়ে অনেক কম। বিবিসি।

এসএমএম

আরও সংবাদ