ভারতে লকডাউনে এক মাসেই ১২ কোটি মানুষ বেকার

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২০, ০৯:৫৬ পিএম ভারতে লকডাউনে এক মাসেই ১২ কোটি মানুষ বেকার
ভারতে প্রায় দেড়মাস ধরে ছোটোখাটো ব্যবসা বন্ধ ● বিবিসি

ভারতে নতুন এক গবেষণা বলছে, করোনাভাইরাস (কোভিড-১৯) ঠেকাতে জারি করা লকডাউনে এক এপ্রিল মাসেই ১২ কোটি ২০ লাখ লোক কাজ হারিয়েছে।

সেন্টার ফর মনিটরিং দি ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই) বলছে, ভারতে এখন এখন বেকারত্বের হার রেকর্ড ২৭.১ শতাংশে পৌঁছেছে। ভারতে বেকারত্বের এই হার যুক্তরাষ্ট্রের চারগুণ বেশি।

ভারত সরকার সরকারিভাবে বেকারত্বের পরিসংখ্যান দেয়না, তবে সিএমআইই’র পরিসংখ্যানের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে ভারতে।

ভারতে ২৫ মার্চ থেকে লকডাউন চলছে যার পরিণতিতে ব্যাপক মাত্রায় কর্মি ছাঁটাই চলছে এবং অনেক প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। খাদ্য সরবরাহ, ওষুধ এবং হাসপাতাল ছাড়া অধিকাংশ ব্যবসা এবং সেবা কার্যত স্থবির হয়ে পড়েছে।

ভারতে এখন পর্যন্ত সংক্রমণের সংখ্যা প্রায় ৫০ হাজার। বিবিসি।

এসএমএম

আরও সংবাদ