কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুজব ভিত্তিহীন, বলছে দক্ষিণ কোরিয়া

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২০, ১০:০০ পিএম কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুজব ভিত্তিহীন, বলছে দক্ষিণ কোরিয়া
উত্তর কোরিয়ার সরকারি টিভিতে দেখানো হয় কিম জং উন একটি সার কারখানা উদ্বোধন করছেন ● বিবিসি

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ বলছে, কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুজবগুলো ছিল ভিত্তিহীন এবং তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে তার কোনও লক্ষণ নেই।

উত্তর কোরীয় নেতা সম্প্রতি ২০ দিন ধরে জনসমক্ষে আসেননি। এমনকি তিনি তার পিতামহের জন্মদিনের উৎসবেও যোগ দেননি, যেটা উত্তর কোরিয়ার সবচেয়ে বড় একটি জাতীয় ইভেন্ট।

কিন্তু তিনদিন আগে হঠাৎ তাকে একটি সার কারখানা সফর করতে দেখা যায়। সে সময় তাকে বেশ সুস্থই দেখাচ্ছিল। বিবিসি।

এসএমএম

আরও সংবাদ