যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস গবেষককে হত্যার পর আত্মহত্যা

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৭, ২০২০, ০৪:৪৬ পিএম যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস গবেষককে হত্যার পর আত্মহত্যা
বিং লিউ ● ইন্টারন্যাশনাল ডকুমেন্টরি

করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে গবেষণার কাজ শেষ করার আগেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বিং লিউ নামের এক চীনা গবেষক।

তিনি যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ছিলেন।

সিএনএন জানায়, শনিবার (২ মে) পেনসিলভানিয়ার রোজ টাউনশিপের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

একইদিনে তার বাসার অদূরে একটি গাড়ি থেকে গাউ গু নামে আরও একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, গাউ গু ওই গবেষককে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। তারা দু’জন একে অপরের পরিচিত ছিলেন। তবে ঠিক কী কারণে লিউকে হত্যার পর তিনি আত্মহত্যা করলেন, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

সম্প্রতি করোনাভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ একটি গবেষণায় অগ্রগতির কথার জানিয়েছিলেন বিং লিউ।

পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগ জানায়, করোনাভাইরাসের সংক্রমণের প্রক্রিয়া এবং এর আচরণ সম্পর্কে উদ্ভাবনের দ্বারপ্রান্তে ছিলেন তিনি। তার বৈজ্ঞানিক গবেষণা শেষ করার জন্য বিভাগের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে।

তার সহকর্মীরা জানান, ডা. বিং লিউ ছিলেন একজন অসামান্য গবেষক। তিনি বিজ্ঞানে অনন্য অবদান রেখেছেন।

এসএমএম

আরও সংবাদ