চীনের একজন মুখপাত্র করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি নিয়ে চীনের বিরুদ্ধে আনা নানা অভিযোগকে মিথ্যা আখ্যা দিয়ে ব্যাখ্যা দেন।
কোভিড-১৯ কে অনেকে চাইনিজ ভাইরাস বলে থাকে সেটার বিরোধিতা করে তিনি খেলেন একটা রোগকে একটা দেশের নামের সাথে মেলানো অপ্রাসঙ্গিক।
উহানে রোগটি প্রথম পাওয়া গেছে ঠিক মানছেন তিনি তবে তিনি দাবি করেন এর মানে এই না যে এটি উহানেই উৎপন্ন হয়েছে।
উহানের ল্যাবে তৈরি নিয়ে তিনি বলেন, সব তথ্যপ্রমাণ বলছে এই ভাইরাস প্রকৃতিতেই তৈরি হয়েছে।
চীনের বিরুদ্ধে অভিযোগ আছে বিশ্বব্যাপী ভাইরাস ছড়িয়ে দেয়ার। কিন্তু এই মুখপাত্র বলছেন চীনই সবচেয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে যাতে দ্রুততম সময়ে ভাইরাস রোধ করা যায়। পরিসংখ্যান অনুযায়ী চীন থেকে বাইরে বের হয়েছে এমন মানুষ কম শনাক্ত হয়েছে।
এখানে একটা টুইট এমবেড করে দেয়া হল, যেখানে ২৪টি অভিযোগ ও তার উত্তর দিয়েছেন এই মুখপাত্র। বিবিসি।
এসএমএম