কোভিড-১৯

একদিনে কিছুটা কম মৃত্যু দেখলো বিশ্ব

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০২০, ০৮:৪৭ পিএম একদিনে কিছুটা কম মৃত্যু দেখলো বিশ্ব
প্রতীকী ছবি

গত কয়েকদিনের তুলনায় সোমবার (১১ মে) বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫০০ এর বেশি মানুষের। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ছাড়ালো। রোববার (১০ মে) নতুন আক্রান্ত হয়েছেন ৭৯ হাজারের বেশি।

২৪ ঘণ্টায় বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে, মারা গেছেন ৭৩৬ জন। যা একমাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া ইতালিতে ১৬৫, স্পেনে ১৪৩ এবং মেক্সিকোতে প্রাণ গেছে ১৯৩ জনের। করোনার উৎপত্তিস্থল চীনের উহানে সোমবার ৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে নতুন করে গত ২৪ ঘণ্টায় ১৭ জন আক্রান্ত হয়েছে। দেশটির জিলিন প্রদেশের শুলান শহরকে ক্লাস্টার চিহ্নিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

রাশিয়ার ২৪ ঘণ্টায় রেকর্ড ১১ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮৮ জন। ইরানে ভাইরাসের বিস্তার রোধে দেশটির দক্ষিণ পূর্ব প্রদেশগুলোতে লকডাউন ঘোষণা করা হয়েছে। সংক্রমণ বাড়ায় লেবাননে কারফিউ মেয়াদ বাড়ানো হয়েছে। কানাডায় কমেছে মৃত্যুর হার।

এসএমএম

আরও সংবাদ