বাধ্যতামূলক কোয়ারেন্টিনের আদেশ ভঙ করায় মার্কিন এক পাইলটকে চার সপ্তাহের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুর।
ফেডএক্স-এর এই পাইলট অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুরে যান এপ্রিল মাসের শুরুর দিকে। তাকে তখন বিমানবন্দরের একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকতে বলা হয়।
কিন্তু তিনি নির্দেশ ভঙ করে ট্রেনে শহরের কয়েকটি দোকানে যান কেনাকাটা করতে।
বুধবার (১৩ মে ) সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত ৬৭৫ জনকে শনাক্ত করা হয়েছে।
ছোট্ট এই দেশটিতে এ নিয়ে ২৫ হাজার ব্যক্তি শনাক্ত হলেন। দক্ষিণ-পূর্ব দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরেই এই সংখ্যা সর্বোচ্চ। আক্রান্তদের বেশিরভাগই অভিবাসী শ্রমিক।
সরকারি হিসেবে মারা গেছেন ২১ জন। বিবিসি।
এসএমএম