আরেকটি মৃত্যুহীন দিন পেল যুক্তরাষ্ট্রের বাংলাদেশিরা

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২০, ০৫:৩২ পিএম আরেকটি মৃত্যুহীন দিন পেল যুক্তরাষ্ট্রের বাংলাদেশিরা
সাম্প্রতিক ছবি

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সময়ে আরেকটি মৃত্যুহীন দিন পেল যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা।

আগের দিন করোনায় দুই তরুণের মৃত্যুতে নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে যে শোকের ছায়া বয়ে গিয়েছিলো ২৪ ঘন্টায় নতুন কোন মৃত্যুর খবর না আসায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে তাদের মনে।

রমজানের শেষ পর্যায়ে এসে করোনায় আক্রান্ত সময়ে ঈদ পালন নিয়ে কোনও উচ্ছ্বাস নেই যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে। 

লকডাউনে নিউ ইয়র্কে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আইন থাকায় ঈদের কেনাকাটার কোনও সুযোগই নেই। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার আইনের কারণে সব ধর্মের উপসনালয় বন্ধ রয়েছে নিউ ইয়র্কে। এ কারণে ঈদের জামাত হওয়ারও কোনও সম্ভাবনা দেখছেন না কেউ। ফলে পহেলা বৈশাখ যেমন নীরবে চলে গেছে তেমনই রোজার ঈদও ঘরোয়াভাবে উদযাপন করতে হবে নিউ ইয়র্ক ও আমেরিকায় বাংলাদেশিসহ সব কমিউনিটির মুসলমানদের।

৫৯ দিন শেষে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ২৫৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। যা বহির্বিশ্বের যে কোনও স্থানের চেয়ে বেশি বাংলাদেশিদের প্রাণহানির রেকর্ড। আর নিউ ইয়র্কেও এ সময়ে ২৩৫ জন বাংলাদেশির এই জীবাণুর আক্রমণে মৃত্যুর ঘটনা এই শহরটিতে দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যকের মৃত্যুর রেকর্ড।

এসএমএম

আরও সংবাদ