এশিয়ায় শহরগুলো স্বাভাবিক হয়ে আসছে

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৮, ২০২০, ০৩:০৪ পিএম এশিয়ায় শহরগুলো স্বাভাবিক হয়ে আসছে
ভিয়েতনামের হ্যানয়ের এই রাস্তাটি পরিচিত বিয়ারের জন্য ● বিবিসি

এশিয়ার বড় বড় কিছু শহর স্বাভাবিক অবস্থায় ফেরত আসছে ধীরে ধীরে।

ভিয়েতনাম এই মহামারিতে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি।

এই দেশের শহরগুলোতে সব ধরনের ব্যবসা খুলে দেয়া হয়েছে গত সপ্তাহগুলোতে।

হ্যানয়ের বিখ্যাত একটি রাস্তা যেখানে বিয়ার খাওয়া হয় নিয়মিত, সেটি পুরোনো অবস্থায় ফেরত আসছে।

থাইল্যান্ডও দ্রুত ফিরে আসছে স্বাভাবিক অবস্থায়। অনেক শপিংমল খুলে দেয়া হয়েছে দেশটিতে।

থাইল্যান্ডে এখন পর্যন্ত ৩০০০ এর মতো রোগী পাওয়া গেছে। বিশ্বেই সর্বনিম্নদের মধ্যে অন্যতম।

মিয়ানমারের ইয়াঙ্গুন ও পাকিস্তানের করাচিতে রাস্তায় জ্যাম দেখা গেছে।

ভারতে যেসব জায়গায় সংক্রমণ কম সেখানে ছোট ছোট দোকান খুলে দেয়া হচ্ছে। বিবিসি।

এসএমএম

আরও সংবাদ