সারা বিশ্ব জুড়ে চলছে করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রকোপ। এরই মধ্যে ধস নেমেছে বিশ্ব অর্থনীতিতে। এই পরিস্থিতিতে বিপুল ক্ষতির মুখে বিশ্ব শেয়ারবাজার।
নিম্নগামী বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের সূচক। মার্কিন ফেডারেল সিস্টেম যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে মন্তব্য করার পর শেয়ারবাজার নিয়ে এমন ঘোষণা আসলো।
যুক্তরাষ্ট্রে, তিনটি প্রধান শেয়ার সূচকে গেল সপ্তাহে সবচেয়ে পতন হয়েছে, ডাউন জোস ইন্ডাস্ট্রিয়াল গড় শতকরা ৭ ভাগ হ্রাস পেয়েছে।
শুক্রবার (১১ জুন) এশিয়ার জাপান, হংকং এবং চীনের শেয়ারবাজারগুলি বেঞ্চমার্কের সূচকে হারাতে বসেছে। করোনা পরিস্থিতির কারণে মার্চের শুরু থেকেই ধস নামতে শুরু করেছে শেয়ারবাজারে।
জ্বালানি ও ভ্রমণ খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
ইউরোপের শেয়ারগুলোও হ্রাস পেয়েছে, যুক্তরাজ্যের এফটিএসইএস ১০০, জার্মানিতে ডাক্স এবং ফ্রান্সের সিএসি ৪০ সবকয়টি হ্রাস পেয়েছে শতকরা ৪ ভাগ। নানা সীমাবদ্ধতায় শেয়ারবাজারের কার্যক্রম বন্ধ রেখেছে এশিয়ার কয়েকটি দেশ।
ইউরোপীয় ইক্যুইটি কৌশলবিদ রোল্যান্ড কালায়ন বলছে, সরকার, সংস্থাগুলো এবং লোকরা প্রথম তরফ থেকে দ্বিতীয় তরঙ্গের জন্য আরও ভালভাবে প্রস্তুত হবে।
এসএমএম