বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার আনুষ্ঠানিকতা শুরু যুক্তরাষ্ট্রের

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ৮, ২০২০, ১০:৪৩ এএম বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ার আনুষ্ঠানিকতা শুরু যুক্তরাষ্ট্রের

সম্পর্কের ইতি টানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আনুষ্ঠানিকভাবে জানালো যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (৭ জুলাই) জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়ে সংস্থাটি ছাড়ার কথা জানিয়েছে দেশটি। আগামী বছরের ৬ জুলাই থেকে কার্যকর হবে এটি।

জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।

এক মাসেরও বেশি আগে ট্রাম্প ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। পরে তিনি তহবিল বন্ধ করে তা অন্য খাতে কাজে লাগানোর ঘোষণা দেন। সংস্থাটির সবচেয়ে বড় তহবিল দাতা যুক্তরাষ্ট্র প্রতিবছর ৪০০ মিলিয়ন ডলার অর্থ দিয়ে থাকে।

মার্কিন কংগ্রেসের ১৯৪৮ সালের একটি যৌথ রেজুলেশন অনুসারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার জন্য ট্রাম্পকে এক বছরের সময় দিয়ে নোটিশ দিতে হয়েছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে আর্থিক সহযোগিতাও দিয়ে যেতে হবে। ডব্লিউএইচও’র ওয়েবসাইটের তথ্য অনুসারে, সংস্থাটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিশ্রুত ২০০ মিলিয়ন ডলার এখনও পায়নি।

যদিও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন, নভেম্বরের নির্বাচনে জয়ী হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফিরে যাবে দেশটি।

কেএপি

আরও সংবাদ