ইন্দোনেশিয়ার মাকাসারের ক্যাথলিক গির্জায় আত্মাঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে আহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। রাজ্য পুলিশের মুখপাত্র ই. জুলপানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
রোববার (২৮ মার্চ) সকালে গির্জায় প্রার্থনার সময়ে এ বোমা হামলার ঘটনা ঘটে।
রাজ্য পুলিশের মুখপাত্র ই. জুলপান জানান, ঘটনাস্থলে মানুষের শরীরের ছিন্ন-বিছিন্ন অংশ দেখা গেছে। তবে এগুলো হামলাকারী নাকি সাধারণ মানুষের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মুখপাত্র আরও জানান, কারা এই হামলা করেছে তা-ও এখনো স্পষ্ট নয়। হতাহতের সংখ্যাও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।
এদিকে এই বিস্ফোরণের ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে দেখা গেছে। গির্জার কাছে বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ পুরো এলাকা নিয়ন্ত্রণ করে রেখেছে।
ইন্দোনেশিয়ার গির্জার প্রধান গুমার গুল্টম এ হামলাকে ‘নিষ্ঠুর ঘটনা’ বলেছেন। তিনি স্থানীয়দের শান্ত থাকতে বলেছেন এবং কর্তৃপক্ষের ওপর আস্থা রাখার আহ্বান জানান।