ইন্দোনেশিয়ার তেল শোধনাগারে আগুন, অগ্নিদগ্ধ ৫

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৯, ২০২১, ০৩:৩৮ পিএম

ইন্দোনেশিয়ার বৃহত্তর তেল শোধনাগারে অগ্নিকাণ্ডে পাঁচজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। পশ্চিম জাভা প্রদেশের সরকারী তেল শোধনাগার বালোঙ্গান রিফাইনারিতে এই দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার রাত ১২টার পর তেল শোধনাগার থেকে ব্যাপক ধোঁয়াসহ বিশালাকার অগ্নিকুণ্ড দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে অগ্নিকান্ডের মূল কারণ এখনো জানা যায়নি।

আগুন ছড়িয়ে পড়ায় এলাকার সাড়ে নয়শো বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। অগ্নিদগ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরো প্রায় ১৫ জন এই ঘটনায় আহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার তেলের বেশিরভাগ চাহিদা পূরণ করে এই তেল শোধনাগার। তবে অগ্নিকাণ্ডের কারণে ক্ষয়ক্ষতি কমাতে এটি বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ।

এই ঘটনার পেছনে নাশকতার অভিযোগ তুলেছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

আরও সংবাদ