পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোট চলছে

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১, ১০:১৮ এএম পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোট চলছে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ চলছে।

শনিবার (১৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় রাজ্যের ৬টি জেলার ৪৫টি আসনে এই ভোট গ্রহণ শুরু হয়।

এ দফায় উত্তরে রাজবংশী ভোট ও উত্তর চব্বিশ পরগণায় মতুয়া ভোট বড় ফ্যাক্টর।

এই দুই গোষ্ঠীকে লক্ষ্য করে নানা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের চেষ্টাও অব্যাহত রয়েছে।

আজ যেসব আসনে ভোট গ্রহণ হচ্ছে: ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা, কালিম্পং, দার্জিলিং, কার্শিয়ং, মাটিগাড়া-নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী, হরিণঘাটা, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউ টাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ, খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি ও বর্ধমান উত্তর।

ভোট গ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগের চার দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার পর এরবার ভোট নির্বিঘ্ন করতে তৎপর কমিশন।