গত ২৪ ঘণ্টায় (শনিবার পর্যন্ত) ভারতে দুই লাখ ৩৪ হাজার জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এ ছাড়া একই সময়ে মারা গেছেন ১ হাজার ৩৪১ জন করোনা রোগী। এটি এবছরে ভারতের সর্বোচ্চ মৃত্যু।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার (১৭ এপ্রিল) পর্যন্ত টানা তিন দিন ভারতে সর্বোচ্চ দুই লাখের বেশি মানুষ শনাক্ত হয়েছে। ছয় দিনে করোনা সংক্রমণ হয়েছে ১০ লাখের বেশি।
২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড গড়েছে মহারাষ্ট্র ও দিল্লি। এই দুই রাজ্যেই মোট আক্রান্ত ৬৩ হাজার ৭২৯ জন। মহারাষ্ট্রে এ পর্যন্ত মোট ৩৭ লাখ রোগী শনাক্ত হয়েছে আর দিল্লিতে ৮ লাখেরও বেশি।
এদিকে হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড়ের মধ্যেই দেখা দিয়েছে অক্সিজেন সংকট। সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে হিমশিম খাচ্ছে সব রাজ্য। অনেক রাজ্যে ভ্যাকসিন সরবরাহে ঘাটতি থাকায় টিকা কার্যক্রম নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
করোনা পরিস্থিতির অবনতিতে জরুরি বৈঠক ডেকেছেন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। ১১টি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীই যোগ দেবেন এই বৈঠকে।