বিধানসভা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটগ্রহণের দিন আসানসোলের জনসভায় হাজির হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজ দল বিজেপির পক্ষে প্রচার চালানোর সঙ্গে বিপক্ষ তৃণমূলেরও কঠোর সমালোচনা করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায় শনিবারের (১৭ এপ্রিল) জনসভায় ৩ বছর আগের আসানসোল-রানিগঞ্জের সহিংসতার জন্য তৃণমূলকে দায়ী করেন মোদি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেসময় দাঙ্গাকারীদের সমর্থন দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের উন্নয়নের জন্য সময় দিতে চান না উল্লেখ করে ‘আসল পরিবর্তনের’ জন্য নির্বাচনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান মোদি।
এমনকি মমতাকে ‘অহংকারী’ বলে মন্তব্য করে এবার নির্বাচনে ভোটাররা তাকে ‘সাবেক মুখ্যমন্ত্রী’ বানাবে বলেও ঘোষণা দেন মোদি। তিনি বলেন “এবার ভোটাররা এমন সার্টিফিকেট দেবে যেটা দিদি সারা জীবন ঘরে ঝুলিয়ে রাখতে পারবেন। ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ সার্টিফিকেট দেবে পশ্চিমবঙ্গ। আর দিদি সেটা নিয়ে ঘুরবেন।”
পঞ্চম ধাপের নির্বাচনে পশ্চিমবঙ্গের ৬ জেলায় ৪৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয় শনিবার।