একসঙ্গে ২৫ মৃত্যু, আদালতে অক্সিজেন চাইল হাসপাতাল

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১, ০১:৫২ পিএম একসঙ্গে ২৫ মৃত্যু, আদালতে অক্সিজেন চাইল হাসপাতাল

তিন দিন ধরেই অক্সিজেনের জন্য হাহাকার করছে ভারতের হাসপাতালগুলো। দিল্লিতে একই হাসপাতালে ২৫ জনের মৃত্যু হয়েছে শুধু অক্সিজেনের মাত্রা কম থাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জয়পুর গোল্ডেন হাসপাতালে শুক্রবার রাতে ২৫ জন করোনা রোগী পর্যাপ্ত অক্সিজেনের অভাবে মারা যায়। শনিবার (২৪ এপ্রিল) কর্তৃপক্ষ জানায়, হাসপাতালটিতে ৩ দশমিক ৫ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করছে সরকার। যেখানে তাদের প্রয়োজন অন্তত ৫ মেট্রিক টন অক্সিজেন।

এই মুহূর্তে হাসপাতালে ২১৫ জন মুমূর্ষু করোনা রোগী রয়েছে, যারা অক্সিজেনের অভাবে মৃত্যুর মুখে পড়বে বলে আশঙ্কা জানিয়েছে চিকিৎসকরা।

এমন পরিস্থিতিতে আদালতের শরণাপন্ন হয়েছে জয়পুর গোল্ডেন হাসপাতাল। অক্সিজেনের সরবরাহ নিশ্চিতের আবেদন জানিয়ে কর্তৃপক্ষ আদালতকে জানায়, “আমাদের হাসপাতাল যেকোনো মুহূর্তে বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। অক্সিজেনের জন্য আমরা দিনরাত হাহাকার করছি। চিকিৎসকরা হাত জোর করে অক্সিজেন চাইছে। দয়া করে আমাদের রোগীদের জীবন বাঁচান।”

শনিবার সকালে জয়পুর হাসপাতাল ছাড়াও মুলচন্দ হাসপাতাল অক্সিজেনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জরুরি বার্তা পাঠায়। এই হাসপাতালে ১৩০ জন রোগী আইসিইউতে অক্সিজেন স্বল্পতায় মৃত্যুঝুঁকিতে রয়েছে।

এর আগে শুক্রবার দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালেও অক্সিজেনের অভাবে এক দিনে ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়।

আরও সংবাদ