৭২ ঘণ্টার উদ্ধার অভিযানের পর ইন্দোনেশিয়ার নিখোঁজ ডুবোজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে নৌবাহিনী। তবে নিহতদের মরদেহের এখনো কোন খোঁজ পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম সিএনএন জানায়, শনিবার (২৪ এপ্রিল) দুপুরে সাগরের এক অংশে ডুবোজাহাজটির ধ্বংসাবশেষ ভেসে উঠে। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর চিফ অব স্টাফ ইয়োদো মার্গোনো সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
ডুবোজাহাজের উদ্ধার হওয়া ছয়টি অংশের মধ্যে গ্রিজের বোতল, টর্পেডো লঞ্চারের ভাঙা অংশ, মেটাল টিউবসহ বেশ কিছু জিনিস রয়েছে। বিভিন্ন সময় ডুবোজাহাজে অভিযানে যাওয়া নৌবাহিনীর সদস্যরা এগুলো এর অংশ বলে নিশ্চিত করেছেন।
বুধবার সকালে ইন্দোনেশিয়ার বালিতে সামরিক মহড়ার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয় কেআরআই নাঙ্গালা ৪০২ মডেলের ডুবোজাহাজটি। শনিবার জাহাজের অক্সিজেন ফুরিয়ে যাওয়ায় যাত্রীদের মৃত্যুর আশঙ্কা জানায় কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে এটি সাগরের তলদেশে বিধ্বস্ত হয়েছে।
ডুবোজাহাজটি শনাক্তে জাভা সাগরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার নৌবাহিনী। ছয়টি যুদ্ধজাহাজ, একটি হেলিকপ্টার ও ৪০০ জনের উদ্ধারকারী দল উদ্ধারকাজে যুক্ত আছে।