গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ হাজার ২৯৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ভারতে করোনা আক্রান্তদের সর্বোচ্চ দৈনিক মৃত্যু রেকর্ড হয়েছে বুধবার (২৮ এপ্রিল)।
এছাড়াও একইসঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩ লাখ ৬০ হাজার মানুষ। যা বিশ্বে একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড।
এ নিয়ে টানা সাত দিন ভারতে সর্বোচ্চ তিন লাখের বেশি করোনা সংক্রমণ ধরা পড়লো। মোট মৃতের সংখ্যাও দুই লাখ পেরিয়েছে বুধবার।
বুধবার সর্বোচ্চ মহারাষ্ট্রে ৮৯৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৬৬ হাজার মানুষ। রাজধানী দিল্লিতে মৃত্যু হয়েছে ৩৮১ জনের। কেরালা, কর্নাটক , উত্তর প্রদেশ, তামিলনাড়ু আর দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে।
এরই মাধ্যমে বিশ্বে সর্বোচ্চ করোনা আক্রন্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার জনবহুল এই দেশটি। আক্রন্তের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র।