টানা তৃতীয়বার পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। রোববার নির্বাচনের ফলে ২১৩ আসনে জিতেছে রাজ্যের প্রধান রাজনৈতিক দল। আর বিজেপির জয় মাত্র ৭৭ আসনে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, আগের দিন বিজয় নিশ্চিতের পরই বোঠক ডেকেছিলেন মমতা। সোমবার রাজ্যের বিজয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি।
পরিষদীয় দলের নেতা হিসাবে পুনরায় মমতাকে মনোনয়ন দেন বিধায়করা। পরবর্তী সভায় কে কোন দপ্তরের দায়িত্ব সামলাবেন সেটিও ঠিক করবেন দলনেত্রী।
এছাড়াও বিধানসভার স্পিকারের দায়িত্ব পেয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবারের বৈঠকের শেষে এসব তথ্য জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়।
৫ মে বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ ও ৭ মে শপথ নেবেন এবারের বিধানসভায় নির্বাচিত বিধায়করা। রাজ্যে নতুন মন্ত্রিসভার শপথ হতে পারে ৯ মে।
এছারাও সোমবার বৈঠকে নবনির্বাচিতদের তৃণমূল নেতাদের শুভেচ্ছা জানান মমতা। তবে বিধায়ক হয়ে নিজের দায়িত্ব ভুলে গেলে চলবে না বলেও সবাইকে সতর্ক করেন তিনি।
এই মুহূর্তে রাজ্যে করোনা সংক্রমণ রোধ করাই তৃণমূলের প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।