নির্বাচন-পরবর্তী সহিংসতা

পশ্চিমবঙ্গে নিহত বেড়ে ১৪, গভর্নরকে মোদির ফোন

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২১, ০৩:০৮ পিএম পশ্চিমবঙ্গে নিহত বেড়ে ১৪, গভর্নরকে মোদির ফোন

নির্বাচন-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। রোববার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন জেলায় বিজেপি ও বাম দল সিপিআইএমের সঙ্গে তৃণমূলের কর্মী-সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, এ পর্যন্ত নিহতদের বিজেপির পাঁচ, তৃণমূলের পাঁচ, আইএসএফের একজন রয়েছেন বলে দাবি করেছে দলগুলো। একে অন্যের বিরুদ্ধে ভাঙচুর, বোমা বিস্ফোরণ, লুট, আগুন লাগানোর অভিযোগ করেছে বিজেপি-তৃণমূল। এমন পরিস্থিতিতে রাজ্যে শান্তি বজায় রাখতে সবার কাছে আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে সহিংসতার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার পশ্চিমবঙ্গের গভর্নরকে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচন-পরবর্তী হিংসার অভিযোগে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। রাজ্য সরকারের কাছে বিরোধী দলের কর্মীরা কেন সহিংসতার শিকার হচ্ছেন, তার কারণ জানতে চেয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, রাজ্যের আইনশৃঙ্খলার বিষয়টি এখন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। তবু মুখ্যমন্ত্রী হিসেবে তিনিও অস্থিতিশীলতা বন্ধের চেষ্টা করছেন।

বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবারের নির্বাচনে বিজয়ী তৃণমূলে দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ মে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন। ৬ ও ৭ মে বাকি সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও সংবাদ