জেরুজালেমে আবারও সংঘর্ষ, আহত ৯০

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৯, ২০২১, ০১:০৬ পিএম জেরুজালেমে আবারও সংঘর্ষ, আহত ৯০

ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষের দ্বিতীয় রাতে আহত হয়েছে বিপুলসংখ্যক মানুষ। পবিত্র নগরীতে শুক্রবার জুমাতুল বিদার নামাজের পর থেকেই চলছে সংঘর্ষ।

বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার রাতে বিক্ষোভকারীরা দামেস্ক গেটের কাছে জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। পরবর্তী সময়ে স্টান গ্রেনেড, রাবার বুলেট এবং জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ফিলিস্তিনি চিকিৎসকরা জানান, শনিবারের সংঘর্ষে ৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছে। এদিকে একজন পুলিশ কর্মকর্তা আহতের খবর জানিয়েছে ইসরায়েল।

জেরুজালেমে অবৈধ ইহুদি বসতি স্থাপনের কারণে ফিলিস্তিনিদের মধ্যে উচ্ছেদের আশঙ্কা দিন দিন বাড়ছে। গত কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছে সেখানে। নিজ ভূখণ্ডে অবৈধ ইসরায়েলিদের অপসারণ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে কয়েক যুগ ধরেই আন্দোলন করছে ফিলিস্তিনিরা।

শুক্রবার আল-আকসা মসজিদের জুমার নামজের সময় সংঘর্ষে দুই শতাধিক ফিলিস্তিনি এবং ১৭ ইসরায়েলি পুলিশ আহত হয়।

আরও সংবাদ