পবিত্র নগরী জেরুজালেমে গত তিন দিন ধরে সংঘর্ষে শতাধিক ফিলিস্তিনি ও ২০ জনেরও বেশি পুলিশ আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে আল-আকসা মসজিদের কাছে ইহুদিদের জাতীয়তাবাদী শোভাযাত্রা বের করতে গেলে পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ বাধে।
বিবিসি জানায়, ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকলে পুলিশও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। এসময় দিপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হয় বেশ কয়েকজন।
জেরুজালেম দিবস উপলক্ষে সোমবার আরও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে জিতে পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনের বেশ কিছু এলাকা অধিগ্রহণ করে ইসরায়েল। এই ঘটনাকে স্মরণ করতেই প্রতিবছর জেরুজালেম দিবস পালন করেন ফিলিস্তিনিরা।
রমজানের শুরু থেকেই জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি ও স্থানীয় ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত কয়েকদিনে যা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে।
নিজ ভূখণ্ডে অবৈধ ইসরায়েলিদের অপসারণ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে কয়েক যুগ ধরেই আন্দোলন করছে ফিলিস্তিনিরা। শনিবার রাতে দামেস্ক গেটের পুলিশের সঙ্গে সংঘর্ষে ৯০ জন ফিলিস্তিনি আহত হয়।
শুক্রবার আল-আকসা মসজিদের জুমার নামজের সময় সংঘর্ষে দুই শতাধিক ফিলিস্তিনি এবং আহত হয় ১৭ ইসরায়েলি পুলিশ।