পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম গ্রেপ্তার

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২১, ১১:৪০ এএম পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম গ্রেপ্তার

কলকাতার সাবেক মেয়র, তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করেছে ভারতের সেন্ট্রোল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। 

সোমবার (১৭ মে) সকাল নয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় আনন্দবাজার পত্রিকা।

বাড়ি থেকে বের হওয়ার সময় ফিরহাদ হাকিম সাংবাদিকদের বলেন, “নারদ মামলায় আমাকে গ্রেপ্তার করেছে সিবিআই। বিনা নোটিশে আমাকে গ্রেপ্তার করা হলো।”

ফিরহাদ হাকিম আরও বলেন, “স্পিকারের অনুমতি ছাড়াই আমায় গ্রেপ্তার করা হলো। আদালতে দেখে নেব।”

এদিকে সোমবার সকালেই মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। নিজাম প্যালেসে নেওয়া হয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও। তাদেরও জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।

এদিকে সিবিআই জানিয়েছে, গ্রেপ্তার করা হয়নি ফিরহাদকে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের চারজনকে নিয়ে যাওয়া হয়েছে।

আনন্দবাজার জানায়, সোমবারই নারদ-কাণ্ডে এই চারজনের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চার্জশিটের বয়ান ঠিক করে নয়াদিল্লিতে পাঠানো হয়েছিল। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন আসার পরই তড়িঘড়ি এই চারজনকে তুলে নেওয়া হয়।