মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতির আহ্বানের পর কয়েক ঘণ্টা ধরে হামলা বন্ধ রেখেছে ইসরায়েল ও ফিলিস্তিন।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার (২০ মে) সকাল থেকে এখন পর্যন্ত কোনো আক্রমণ চালায়নি ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাস।
টানা ১১ দিনের সংঘর্ষের পর এই প্রথম ৮ ঘণ্টার বেশি সময় বিরতি দিল দুপক্ষ। সপ্তাহজুড়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠীর যুদ্ধবিরতির প্রচেষ্টা পর অবশেষে আশার মুখ দেখল শান্তি প্রক্রিয়া।
এদিকে হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করা হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ইসরায়েল। এর আগে এই টুইটে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
১০ মে থেকে চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এসব হামলায় ৫২ হাজার মানুষ গৃহহীন হয়েছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।